৳ ২৫০ ৳ ২২৫
|
১০% ছাড়
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
নানা বিষয়ে নানা সময়ে লেখা আটটি স্বয়স্প্রভ নিবন্ধ নিয়ে নবনীতা দেবসেনের এই আশ্চর্য স্বাদের বই। আশ্চর্য, কেননা, প্রতিটি লেখার উপলক্ষ্য আলাদা, কিন্তু লক্ষ্য এক। এই সময়, সমাজ, ব্যক্তিমানুষ ও মূল্যবােধের রংবদলের চেহারাটাকে চলচ্ছবির মতাে তুলে ধরা। সেই লক্ষ্য থেকেই রচিত এই নিবন্ধগুচ্ছের কোথাও বহির্জীবনের বিশ্লেষণের সূত্রে অন্তর্জীবনের কাহিনীকথন, কোথাও আত্মকথার ছলে আত্ম-উন্মােচন, কোথাও হাসির আবরণে অশ্রুর উপটৌকন। গল্পের মতােই বহু অভাবনীয় মােচড় এই রম্যস্বাদ নিবন্ধাবলিতে, মূল সুরে বারবার মেশানাে মিশ্রসুরের মরমী মূর্ছনা। মানুষের চেতনা ও শব্দের সম্পর্ক নিয়ে, রান্নাঘর নিয়ে, কবিতা নিয়ে, কর্মময় নারীজীবন নিয়ে, পাশ্চাত্যদেশের প্রেম নিয়ে, নারীর রসবােধ নিয়ে যেমন, তেমনই সরস গল্পের তকমায়, অথবা ভ্ৰমণকাহিনীর শিরনামায়, যা-কিছু লিখেছেন নবনীতা দেবসেন তা অনিবার্যভাবে ঝংকার তুলবে পাঠকের হৃদয়তন্ত্রীতেও, রেখে যাবে মিশ্রসুরেরই এক দীর্ঘস্থায়ী রেশ।
Title | : | শব্দ পড়ে টাপুর টুপুর |
Author | : | নবনীতা দেবসেন |
Publisher | : | আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড |
ISBN | : | 8172154399 |
Number of Pages | : | 116 |
Country | : | India |
Language | : | Bengali |
নবনীতা দেবসেন দক্ষিণ কলকাতায় হিন্দুস্থান পার্কে তাঁর বাবা- মা'র 'ভালবাসা' (এখনো সেখানেই বসবাস করেন) গৃহে জন্মগ্রহন করেন । পিতা নরেন্দ্র দেব ও মাতা রাধারানী দেবী সেযুগের বিশিষ্ট কবি দম্পতি। ছেলেবেলায় এক বিশেষ সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন। বাংলা ও ইংরেজি ছাড়া উনি হিন্দি, ওড়িয়া, অসমীয়া, ফরাসী, জার্মান, সংস্কৃত এবং হিব্রু ভাষাগুলি পড়তে পারেন। গোখলে মেমোরিয়াল গার্লস, লেডি ব্রেবোর্ণ ও প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর , হার্ভার্ড, ইণ্ডিয়ানা (ব্লুমিংটন) ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। ১৯৭৫- ২০০২ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপিকা ও বেশ কিছুকাল বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও কিছু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন। তাকে তুলনামূলক সাহিত্যের একজন বিশিষ্ট অথরিটি মানা হয়। যাদবপুরে তিনি কবি বুদ্ধদেব বসু ও সুধীন্দ্রনাথ দত্তের স্নেহধন্য ছাত্রী ছিলেন। ১৯৯৯ সালে তিনি সাহিত্য একদেমি পুরস্কার পান তার আত্মজীবনী মূলক রম্যরচনা 'নটী নবনীতা' গ্রন্থের জন্যে। এছাড়াও তিনি মহাদেবী বর্মা ও ভারতীয় ভাষা পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠান থেকেও বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ১৯৫৯ এ তার প্রথম কাব্যগ্রন্থ 'প্রথম প্রত্যয়' প্রকাশিত হয় ও প্রথম উপন্যাস 'আমি অনুপম' ১৯৭৬ এ। কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস মিলে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩৮। এখনো নিয়মত বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। ১৯৬০ এ তিনি বিখ্যাত অর্থনীতিবিদ (পরবর্তীকালে নোবেলজয়ী) অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও তাদের দুই কন্যা। জ্যেষ্ঠা অন্তরা সাংবাদিক ও সম্পাদক এবং কনিষ্ঠা নন্দনা অভিনেত্রী ও সমাজকর্মী।
If you found any incorrect information please report us